সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত প্রতীক পেলেন ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম 

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

মোস্তফা মনসুর সজল :  দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের নবম ধাপে আগামী ১৫ জুন ১৩৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সারাদেশের ৩১ জেলার ৬১টি উপজেলার ১৩৫টি ইউনিয়ন পরিষদে ভোট নেওয়া হবে।
সোমবার (২৫ এপ্রিল) নির্বাচন কমিশনের কমিশন সভা শেষে ১৩৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগে, আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে দ্বিতীয় কমিশন সভা অনুষ্ঠিত হয়।
কমিশন সভা শেষে ইসির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তিনি বলেন, ‘আগামী ১৫ জুন সারাদেশের ৩১ জেলার ৬১টি উপজেলার ১৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হবে। এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।
ইসি সূত্র জানায়, চলমান ১০ম ইউপি নির্বাচনে ইতোমধ্যে আট ধাপে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর মধ্যে ২০২১ সালের ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে এবং চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোট গ্রহণ হয়।
এছাড়াও ২০২২ সালের ৫ম ধাপে গত ৫ জানুয়ারি ৭০৮ ইউপিতে, ৬ষ্ঠ ধাপে গত ৩১ জানুয়ারি ২১৮ ইউপিতে এবং গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে, ১০ ফেব্রুয়ারি ৮টি ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। আগামী ১৫ জুন ১৩৫টি ইউপিতে ভোট নেওয়া হবে।তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম ৮ ই জুন বিকাল ৫ টায় সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ঢোল মার্কায় প্রতীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করছেন বলে নিশ্চিত করছেন কসবা উপজেলা নির্বাচন কার্যালয়।প্রতীক পাওয়ার পর পরই নিজ এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে গন সংযোগে অংশ নিয়েছেন মঈনুল এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য কঠোর হুশিয়ার দিয়েছেন।জনগণের ভোটে পুনরায় নির্বাচিত হলে এলাকার অসমাপ্ত প্রকল্প গুলো সমাপ্ত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন