সকালেই সড়কে স্বামী-স্ত্রী-সন্তানসহ প্রাণ গেল  ৫জনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

কক্সবাজারের পেকুয়ায় ডাম্প পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে দুজন। 

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি এলাকায় মিনি ট্রাক (ডাম্প ট্রাক) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।