স্থানীয়রা জানায়, রাতে চুনো খোলা এলাকায় মোতালেব নামে এক পথচারী বাজারের ব্যাগ থেকে শিশুর কান্নার আওয়াজ পান। এলাকার লোকজনকে সংবাদ দিলে নাজমা নামক এক নারী ব্যাগটিতে ওই নবজাতক দেখতে পান।
বাঘেরহাট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পার্শা সানজানা জানান, ওই নবজাতককে সমাজসেবা কর্মকর্তা ও পুলিশ সদস্যরা আমাদের কাছে নিয়ে আসে। নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি। প্রাথমিকভাবে বাচ্চাটি সুস্থ মনে হলেও অভিভাবক না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।