সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নাঙ্গলকোটে আ’লীগের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নাঙ্গলকোট প্রতিনিধি :  গত ৩১ আগস্ট নাঙ্গলকোটে বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ভাংচুরের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও লোটাস চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি’র সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন।
উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া ও কাউন্সিলর শাহ খোরশেদ আলম মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আবুল খায়ের আবু, ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, নাঙ্গলকোট উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন আক্তার মুন্নি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওমর ফারুক মামুন, কৃষকলীগ সভাপতি হারুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শিমুল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ করিম মজুমদার, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক আবু, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, আ’লীগ নেতা নুরুল্লাহ মজুমদার, তৌহিদুর রহমান মজুমদার, উপজেলা আ’লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মিন্টু, পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান এম.এ হামিদ, আদ্রা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম, দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল ওহাব, মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, রায়কোট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, দক্ষিণ চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, মক্রবপুর ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা চৌধুরী মুকুল, জোড্ডা পশ্চিম ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া, পূর্ব ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক শেখ রাসেল মজুমদার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তরা আগামীদিনে বিএনপির যে কোন নৈরাজ্য ও কর্মসূচি দিলে নাঙ্গলকোটে তাদেরকে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। এছাড়া, ৩১ আগস্ট বিএনপির হামলায় আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী আহত হয় তাদের প্রতি সমবেদনা জানান বক্তরা।