সাত প্রতিষ্ঠানকে ১৬ লাখ টাকা জরিমানা

নকল তার ও ভেজাল খাদ্য
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

নকল বৈদ্যুতিক তার, ভেজাল খাদ্য ও কসমেটিক্স উৎপাদন, মজুত ও বিক্রি করায় সাত প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার যাত্রাবাড়ী, ওয়ারী ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এক লাখ টাকা মূল্যের নকল তার, ভেজাল খাদ্য ও কসমেটিক্স জব্দ এবং ধ্বংস করা হয়েছে।

এ তথ্য জানান র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব।

তিনি জানান, অভিযানে জালাল এন্টারপ্রাইজকে নগদ দুই লাখ ৫০ হাজার টাকা, হুওয়াং কেমিকেলকে দুই লাখ ৫০ হাজার টাকা, জেনারেল ক্যাবলসকে তিন লাখ টাকা, এমআরএস ক্যাবলসকে পাঁচ লাখ টাকা, ইলেক্ট্রিক ভিশনকে এক লাখ টাকা, বিআরবি কনজিউমারকে দুই লাখ ও মেট্রো কনজিউমারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এক লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল খাদ্য ও কসমেটিক্স ধ্বংস করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বেশ কিছুদিন যাবত এই অসাধু ব্যবসায়ীরা নকল বৈদ্যুতিক তার, ভেজাল খাদ্য ও কসমেটিক্স উৎপাদন ও বাজারজাত করে আসছিলেন।