সাবেক সচিব আব্দুল করিম মজুমদারের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

নাঙ্গলকোট প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক উপ সচিব, হেসাখাল সুহৃদ এ.কে. কলেজ অব সায়েন্স এন্ড টেকনোলজি, সুহৃদ বিদ্যাপীঠ’সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল করিম মজুমদারের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শনিবার সুহৃদ কলেজ মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুহৃদ কলেজ অধ্যক্ষ ড. এ.কে.এম হারুনুর রশিদ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আ‘লীগ সাবেক সাধারণ সম্পাদক ও মডেল মহিলা কলেজ সাবেক অধ্যক্ষ আবু ইউছুফ।

কলেজ প্রভাষক আবু আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হেসাখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, ডি.এ.ই প্রাক্তন উপ-পরিচালক আলাউদ্দিন, স্থপতি শাখাওয়াত হোসেন, প্রভাষক লায়লা বেগম, প্রভাষক গোলাম কিবরিয়া, নাঙ্গলকোট প্রেসক্লাব সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সহকারী শিক্ষক শহীদ উল্ল্যাহ, ঘোড়াময়দান উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রালয়ের সাবেক অবসর প্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আহম্মেদ, হায়াতুন নবী মানিক, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ভূঁইয়া, প্রভাষক আনোয়ার হোসেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ভারতের জৈনপুর দরবারের পীর মাওলানা আব্দুস যাহের সিদ্দিকী। পরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।