সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ানোর প্রতিবাদে বরুড়ায় মানব বন্ধন অনুষ্ঠিত

মোঃ শরীফ উদ্দিন ।।
প্রকাশ: ১ বছর আগে

সুইডেন ও ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ও দেশের ত্রুটিপুর্ন শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৯ জানুয়ারী সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বরুড়া উপজেলা শাখার উদ্যোগে বরুড়া পৌর শহরের জিরো পয়েন্টে সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ শাহাদাত হোসেন জাহিদ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক হাফেজ ইয়ার আহমেদ জামসেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী যুবসেনা বরুড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি যুবনেতা মোতালেব হোসেন তাহেরী, ইসলামী ফ্রন্ট বরুড়া পৌরসভার সভাপতি শাব্বির আহমদ খন্দকার, ইসলামী ফ্রন্ট বরুড়া উপজেলার অর্থ সম্পাদক শামীম রেজা খান, ইসলামী যুবসেনা কুমিল্লা জেলা শাখার অর্থ সম্পাদক মাসুদ আলম পাটোয়ারী, এসময় উপস্থিত ছিলেন জুলইয়াকিন ছাত্র কল্যান পরিষদের অর্থ সম্পাদক মুহাম্মদ বাহা উদ্দিন, বরুড়া উপজেলা ইসলামী ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রেজা, অর্থ সম্পাদক মুহাম্মদ এমদাদুল ইসলাম রিয়াজ, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ রাকিব উদ্দিন, হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, হাফেজ মুহাম্মদ জাহিদ, হাফেজ মুহাম্মদ গোলাফ হোসাইন, মুহাম্মদ হোসাইন রেজা সোহেল, বক্তারা বলেন কোরআন আমাদের সংবিধান কোরআন আমাদের পুর্নাঙ্গ জীবন বিধান সুইডেন ও ডেনমার্কে পুলিশের উপস্থিতিতে পবিত্র কোরআন পুড়িয়ে মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত করে যাচ্ছে ইহুদি ও বিধর্মীরা তার প্রতিবাদে সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য দাবী জানায় এবং জাতিসংঘের মাধ্যমে আআন্তর্জাতিক ভাবে দোষীদের বিচারের আওতায় আনার জন্য জোর দাবী জানানো হয়। মানব বন্ধন শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।