সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ক্রীড়া প্রতিযোগীতা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

সুফিয়ান রাসেল ।। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য গান, আড্ডা, ক্রীড়া প্রতিযোগীতা ও মধ্যহ্নভোজের আয়োজন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার ( ১২ আগস্ট) কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রের মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়। ফেসবুক ভিত্তিক সাহিত্য সংগঠন সমতট পড়ুয়া আয়োজনে আমরাও মানুষ শিরোনামে শিশুদের জন্য এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন লেখক ও চিকিৎসক নির্সগ মেরাজ চৌধুরী, সংগঠক ও শিক্ষক দিদারুল হক রিমন, সমতট পড়ুয়া সংগঠন থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান সংগঠক সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা প্রধান তত্ত্বাবধায়ক মুক্তি সাহা ঈশিতা, সংগঠন সভাপতি
স্মরণ মজুমদার আর্য, সাধারণ সম্পাদক অভিষেক করসহ কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনায় অতিথিরা বলেন, ক্রীড়া শিশুদের একটি মৌলিক অধিকার। সংগ্রামী শিশুরা অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরাও মানুষ এটি আজকের অনুষ্ঠান সুবিধা বঞ্চিত শিশুদের জন্য। তাদের জন্য সঠিক পরিচর্যা করা হয়। এ সমাজ মানুষের জন্য তৈরি হবে। তাদের কেউ খারাপ করে যুক্ত করতে পারবে না।