সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দেয়ার জন্য আলেম ওলামাদেরও কাজ করতে হবে

কুমিল্লায় ওলামা দলের বিভাগীয় সমাবেশে হাজী ইয়াছিন
হৃদয় হাসান।।
প্রকাশ: ৫ মাস আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লার বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, বিএনপি ধান্ধাবাজের দল না। বিএনপি সেই দল বন্দুক কাঁদে নিয়া স্বাধীনতা ঘোষণা দিয়েছে। বিএনপির নাম বইলা ধান্ধবাজী করে এরকম কাউরে পাইলে প্রশাসনের নিকট ধরিয়ে দিবেন। ২/১ টা ধান্ধাবাজ আমার এলাকায়ও আছে। তারা এর নামে হের নামে মামলা দিয়া ধান্ধা করে।

সোমবার (৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা পদুয়ার বাজার নূরজাহান হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কুমিল্লা বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, খুতবার সময় দেখেছি অনেক ইমাম সাহেব এনএসআই লোকের ভয়ে এদিক সেদিক তাকাইতো। কখন জানি কোন কথায় ধইরা বসে। এ ওলামা দল সামনে আরও বড় ভূমিকা রাখবে। দীর্ঘ ১৬ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে দেশ থেকে আ’লীগ সরকার বিদায় নিয়েছে। হাজারও মানুষ আহত হয়েছে। সুশৃঙ্খল বাংলাদেশ উপহার দেয়ার জন্য আলেম ওলামাদেরও কাজ করতে হবে। নির্বাচন দিতে আরও সময় লাগবে।আমাদের যেমন নেতার দরকার , ঠিক তেমনি ভোটারও লাগবে , সাপোর্টারও লাগবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, সদস্য অধ্যক্ষ শাহ্ মোঃ নেছারুল হক, ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আলমগীর হোসেন, সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ ইকবাল হোসাইন নোমান।