পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মোটরসাইকেলে করে সোনারগাঁ এলাকায় ঘুরতে যান কামরুজ্জামান ও হাবিব। দিনভর সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘরসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে মেঘনা নদীতে গোসল করেন। ঘোরাফেরা শেষে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা মোটরসাইকেলে করে বাসায় ফেরার জন্য রওনা হন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকায় পৌঁছালে একটি গাড়ি তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে কামরুজ্জামান ও হাবিব মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলে কামরুজ্জামান নিহত হন। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হাবিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় কয়েকজন। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।