১৩ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি ।।
প্রকাশ: ১০ মাস আগে

ফেনীর সোনাগাজীতে বিটিআরসির অনুমোদনহীন প্রায় ১৩ লাখ টাকার ৮৯টি ভারতীয় মোবাইলফোনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম নুরুজ্জামান রিয়াদ (২০)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাক বাংলা কাজিরহাট সড়কের হাজী সামছুল হক জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালিয়ে সেটগুলো উদ্ধার করা হয়।

গ্রেফতার রিয়াদ উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নুরুল আলমের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন শুল্ক ফাঁকি দিয়ে গোপন পথে ভারতীয় মোবাইল সেট সোনাগাজীতে ঢুকছিল। সংবাদ পেয়ে পুলিশ উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাক বাংলা কাজিরহাট সড়কের হাজী সামছুল হক জামে মসজিদের উত্তর পাশে অভিযান চালায়। এসময় রিয়াদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে বিটিআরসির অনুমোদনহীন ৮৯টি মোবাইল সেট জব্দ করা হয়।

মোবাইল সেটগুলোর যথাযথ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান বাদী হয়ে রিয়াদের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় দুজনকে আসামি করে মামলা করেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার রিয়াদকে বিকেলে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।