২০২৬ সালের ইজতেমার তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে

টঙ্গীর তুরাগ তীরে দুপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে শুরায়ি নেজামের বিশ্ব ইজতেমা। দুপুর ১২টা ৯ মিনিট থেকে ১২টা ২৭ মিনিট পর্যন্ত আখেরি মোনাজাত করেন বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

ইজতেমার মোনাজাত শেষ হওয়ার পরপরই বয়ানের মিম্বর থেকে ২০২৬ সালের শুরায়ি নেজামের দুইপর্বের বিশ্ব ইজতেমার তারিখের ঘোষণা করা হয়। বিশ্ব ইজতেমার শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেছেন।

তারিখ দুটি হলো— ২, ৩, ৪ জানুয়ারি, ২০২৬ প্রথম ধাপের ইজতেমা পালন করবেন। মাঝে চারদিন বিরতি দিয়ে ৯, ১০,১১ জানুয়ারি, ২০২৬ সালে ইজতেমার দ্বিতীয় ধাপ পালন করা হবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ আহমদ কান্ধলবী অনুসারিদের বিশ্ব ইজতেমা। তা আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে ১৬ ফেব্রুয়ারি।

 

messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button