৪০তম আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ান কুমিল্লা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

মাহফুজ নান্টু ।।

গোপালগঞ্জ শেখ কামাল স্টেডিয়ামে ৪০ তম আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে ভ্যানু চ্যা¤িপয়ন হয়েছে কুমিল্লা জেলা ক্রিকেট দল।

লো স্কোরিং ম্যাচে ঠাকুরগাঁও ক্রিকেট দলকে ৩০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। একই ভ্যানুতে এর আগে ২ এপ্রিল নোয়াখালী ৫ এপ্রিল ঝালকাঠিকে হারিয়ে বিজয়ী হয় কুমিল্লা।

শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে ঠাকুরগাঁও জেলা দল টসে জিতে প্রথমে ব্যাট করতে পাঠায় কুমিল্লাকে। সবকটি ইউকেট হারিয়ে কুমিল্লা জেলা দল সংগ্রহ করে ১৩৮ রান। কুমিল্লার ইরফান তাকরির দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন। দলের পক্ষে তানভীর ১৩ এবং আশরাফুল ইসলাম রোহান ১০ রান করেন।

১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে টাকুরগাঁও জেলা দল ১০৮ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে মুশফিকুল ইসলাম ১৯ রান করে। কুমিল্লা জেলা দলের স্বপন দে ১০ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেয়। এছাড়াও সফিকুল ইসলাম ২২ রানে ২ উইকেট তুলে নেন।

চ্যাম্পিয়ন হওয়ায় দলের কোচ সহকারী কোচসহ খেলোয়াড়দের অভিনন্দন জানান কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

উল্লেখ্য, দেশের চার ভ্যানুতে ৪০ তম আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের হচ্ছে। গোপালগঞ্জে ভ্যানু চ্যাম্পিয়ন কুমিল্লা।