৫০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যানের চালক-হেলপার আটক

ফেনী প্রতিনিধি ।।
প্রকাশ: ১ বছর আগে

ফেনীতে ৫০ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- গাড়ির চালক চাঁদপুরের মতলব থানার মোবারদ্দি গ্রামের ছোলেমানের ছেলে মো. রবিউল এবং গাড়ির হেলপার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা গ্রামের হারুনের ছেলে মো. ইমরান হোসেন।

ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, মহাসড়কের ফেনীর ফতেহপুর এলাকার চট্টগ্রামমুখী লেনে সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। এ সময় একটি কাভার্ডভ্যানের চালকের আসনের পেছন থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাত লাখ ৫০ হাজার টাকা। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।