৬ ডিগ্রি পর্যন্ত কমেছে রাতের তাপমাত্রা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

সারাদেশে রাতের তাপমাত্রা অনেকটা কমে গেছে। অঞ্চলভেদে এক থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমেছে তাপমাত্রা। তবে আপাতত তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টির যে প্রবণতা ছিল সেটিও আপাতত দূর হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ হিসাবে একদিনে শ্রীমঙ্গলে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কুড়িগ্রামের রাজারহাটে, সেখানে আজ তা কমে হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনে আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানান ওমর ফারুক

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চট্টগ্রামের সন্দ্বীপে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।