৬ মাসের সাজা এড়াতে পাঁচ বছর পালিয়েও মেলেনি রেহাই

ফেনী প্রতিনিধি :
প্রকাশ: ২ years ago

মাদক মামলায় ছয় মাসের সাজা পেয়েছিলেন ৩৮ বছর বয়সী মো. জাহিদ। কিন্তু সাজা থেকে বাঁচতে পালিয়ে ছিলেন পাঁচ বছর। তবু রেহাই মেলেনি তার। শেষমেশ ধরা পড়েছেন পুলিশের হাতে।

শনিবার দুপুরে ফেনী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে, শুক্রবার রাতে জেলার সোনাগাজী উপজেলার পশ্চিম চর চান্দিয়া এলাকায় নিজ বাড়ি থেকে জাহিদকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার নবী উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, ২০১৭ সালে জাহিদকে গাঁজাসহ আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠায় পুলিশ। পরে জামিনে বের হয়ে আত্মগোপনে চট্টগ্রামে চলে যান তিনি। দীর্ঘ শুনানি শেষে জাহিদকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে আদালত।

সোনাগাজী থানার এসআই মো. মাহবুব আলম সরকার বলেন, গ্রেফতার এড়াতে প্রায়ই স্থান পরিবর্তন করতেন জাহিদ। সম্প্রতি চট্টগ্রামের দুটি স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে তিনি চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।