চান্দিনায় ড্রেজার ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড

ইউএনও’র নাম ভাঙ্গিয়ে কৃষি জমিতে ড্রেজিং
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

চান্দিনায় উপজেলা নির্বাহী অফিসারের নাম ভাঙ্গিয়ে কৃষি জমিতে অবৈধ ভাবে ড্রেজিং করার অপরাধে সাইফুল ইসলাম (৩০) নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ এপ্রিল) রাত ৮টায় উপজেলার বরকরই ইউনিয়নের নাঁরাচো গ্রাম থেকে ড্রেজিং করা অবস্থায় তাকে আটক করে কারাদন্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব।

দন্ডপ্রাপ্ত ড্রেজার ব্যবসায়ী সাইফুল ইসলাম চান্দিনা উপজেলার বরকরই গ্রামের নূরুল হক এর ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব জানান, ড্রেজার ব্যবসায়ী সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তি কৃষি জমিতে ড্রেজিং করে অপরাধ করার পাশাপাশি প্রশাসনের নাম ভাঙ্গিয়ে আরও বেশি অপরাধ করছে। বিষয়টি জানার পরপরই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি।