গতকাল বুধবার কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন কুমিল্লা দোকান মালিক ব্যবসায়ী নেতারা। সকাল এগারোটায় কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন কালিকাপুর থেকে ত্রান বিতরণ শুরু করেন ।
কুমিল্লা দোকান মালিক ব্যবসায়ী নেতা জামাল উদ্দিন খন্দকার বলেন গোমতী নদীর ভাঙ্গনের ফলে কুমিল্লা বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে। অনেক বাড়ি ঘর ভেঙে গিয়েছে। মানুষ বন্যা পরিস্থিতির কারণে মানবেতর জীবন-যাপন করছে। এজন্য আমরা কুমিল্লার সকল দোকান মালিক ব্যবসায়ীরা বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য একমত হয়েছি । আমরা বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন গ্রামে ৬০০ জন বন্যার্ত মানুষকে উপহার সামগ্রী দিয়েছি ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী নেতা শওকত আলী বকুল, ইস্টার্ন ইয়াকুব প্লাজার সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জু, খন্দকার হক ম্যানসনের সভাপতি আনিসুর রহমান , ব্যবসায়ী নেতা, শোয়েব আহমদ জুয়েল, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, প্লানেট এস আর মার্কেটের সভাপতি মাজহারুল ইসলাম ইউসুফ , সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সুমন, জুয়েলারি মার্কেট যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান, জামাল, ট্রেইলার সমিতির সভাপতি কামাল, সাধারণ সম্পাদক রাজু, সাত্তার খাঁন কমপ্লেক্সের সভাপতি বকুল, চকবাজার ব্যবসায়ী নেতা শরীফ, এসবি প্লাজার টিপু, নিউ মার্কেটে হাসান, সাহাব উদ্দিন, সিটি মার্কেট মিজান ও অন্যান্য নেতৃবৃন্দ ।