চৌদ্দগ্রামে আশ্রয় কেন্দ্রে সনাতন ধর্মাবলম্বীদের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে

কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে বানভাসী আট শতাধিক মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা উচ্চ বিদ্যালয়, সাঙ্গিশ^র সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেক্স ডায়গস্টিক সেন্টার আশ্রয় কেন্দ্রের নারী-পুরুষের মাঝে পশ্চিম সাঙ্গিশ^র শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের পক্ষ থেকে এ খাবার বিতরণ হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন গোপাল দেবনাথ, পরিমল চন্দ্রশীল, সুবাস চন্দ্রশীল, জয়দেব নাথ, আনিক দেবনাথ, গনেশ চন্দ্রশীল, মানিক চন্দ্র দেবনাথ, দীলিপ চন্দ্রশীল, কার্তিক চন্দ্রশীল, অর্জুন চন্দশীল, রঞ্জিত চন্দ্রশীল, সুনীল চন্দ্রশীল প্রমুখ।
ফেনী সরকারি কলেজের ছাত্র বাসু দেবনাথ বলেন, সনাতন ধর্মের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে থাকা ৮ শতাধিক লোকের মাঝে খাবার বিতরণ করে নিজেকে ধন্য মনে করছি। ভগমানের কাছে আহবান জানাই সবাই যেন ভালো থাকে। নীরব চন্দ্রশীল বলেন, সাম্প্রদায়ক সম্প্রীতির দেশ বাংলাদেশে এখানে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ও মুসলমান আমরা সকলেই ভাই ভাই। আজকের এই বন্যার আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের মাঝে সনাতন ধর্মের পক্ষ থেকে খাবার বিতরণ করে আমাদের খুব ভালো লেগেছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন সকলের সাথে কাধে-কাধ রেখে চলতে পারি।