কুমিল্লা নগরীতে বসতঘর আগুনে পুড়ে খোলা আকাশের নিচে ৬ পরিবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

জুবাইদা ইয়াসমিন মুমু ।। কুমিল্লা সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড উনাইসারে বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় হঠাৎ মটরের লাইন থেকে আগুন লাগে । ফায়ার সার্ভিস এবং সিভিল ডিভিন্সের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়া সার্ভিস এবং সিভিল ডিভিন্সের কর্মকর্তা বলেন প্রায় সব স্থাপনা টিনের তৈরি হওয়ায় আগুনের তীব্রতা বাড়ে কয়েক গুণ।
চোখের সামনে সর্বস্ব ছাই হতে দেখেন ৬ পরিবার ঘরের বাসিন্দা।’ ২০ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলামের এই ঘর গুলো, ১২টি কক্ষে থাকতেন ৬ পরিবার। নিম্ন আয়ের মানুষেরা সেখানে ভাড়া থাকতেন।ছাই হওয়া ঘরের কামাল জানান এখন তারা নিঃস্ব হয়ে গেল, শেষ সম্বলটুকু হারিয়ে এখন খোলা আকাশের নিচে। আরেক বাসিন্দা জাহানারা বেগম(৬৫) জানান চোখের সামনে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। কাঁচা ঘরগুলো মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৩-৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘরগুলো তৈরি করা হয়েছিল টিন দিয়ে। এ জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে
আগুনে শেষ সম্বলটুকু হারিয়ে সবাইকে আহাজারি করতে দেখা গেছে। ৬ পরিবারের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে।