চাঁদপুরে মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার ৭নং তরপর চন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিজান ছৈয়ালের বাড়ির পেছনে এ মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুর নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরশ আলী জানান, মেঘনা নদীর পাড়ে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে চাঁদপুর নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরশ আলী আরও জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত এ ব্যক্তির বয়স ৩৫ বছরের মতো হবে। মরদেহের এখনও পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।