জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠন

এম হাসান।।
প্রকাশ: ৬ মাস আগে

মাওলানা মনসুরুল হাসান রায়পুরিকে সভাপতি, মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদীকে নির্বাহী সভাপতি, মাওলানা ডঃ গোলাম মহিউদ্দিন ইকরামকে মহাসচিব, মুফতি জাকির হোসাইন খানকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৪-২০২৭ তিনবছর মেয়াদি ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ও মুফতি জাকির হোসাইন খানের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান সভাপতি মাওলানা ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দ নাজেম মাওলানা সাইয়েদ আজহার মাদানী। জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ সভাপতি মুফতি আব্দুল হান্নান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সহ-সভাপতি কারী আব্দুল খালিক আসআদী। যুক্তরাষ্ট্র জমিয়ত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম জালালাবাদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য জনাব নজরুল ইসলাম খান। আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা শায়খ আবদুর রহীম ইসলামাবাদী, বিএনপির যুগ্ন মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাবেক মন্ত্রী ও ১২ দলীয় জোট প্রধান জনাব মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, এ্যাডভোকেট আব্দুর রকিব (চেয়ারম্যান, নেজামে ইসলাম পার্টি), ডক্টর শফিকুল ইসলাম মাসুদ (বাংলাদেশ জামায়াতে ইসলামী), জমিয়ত যুগ্মমহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা ও জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম।

দ্বিতীয় অধিবেশনে মাওলানা মনসুরুল হাসান রায়পুরিকে সভাপতি, মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদীকে নির্বাহী সভাপতি, মাওলানা ডঃ গোলাম মহিউদ্দিন ইকরামকে মহাসচিব, মুফতি জাকির হোসাইন খানকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৪-২০২৭ তিনবছর মেয়াদি ১২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।