কুমিল্লার সাবেক এমপি বাহারের ভাতিজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারের ভাতিজা সহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

গ্রেফতাকৃতরা হলেন, সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের ভাতিজা হাবীবুস সায়েরিন সায়ের। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। অপরজন কুমিল্লা মহানগরীর ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

ওসি মহিনুল বলেন, তাদের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।