চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ আটক ১

চাঁদপুর প্রতিনিধি।।
প্রকাশ: ৩ মাস আগে

চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার, দুটি মুঠো ফোন ও নগদ ১২ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় যৌথ বাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মাদক কারবারি রুবেল হাওলাদার খুলনার বাসিন্দা।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব বলেন, চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় গাড়ি তল্লাশি করে মাদকগুলো উদ্ধার করা হয়।

গাড়িতে  ২২টি প্যাকেট থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।