কুমিল্লার ই হক কোচিং সেন্টারের আয়োজনে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৪ এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ড সিলভার হোমস লিমিটেডের চেয়ারম্যান ও রোটারিয়ান অধ্যাপক ফারুক আহমেদ। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এমন আয়োজনের প্রশংসা করেন।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, এফএম মেথডের পরিচালক মো. হুমায়ুন কবির এবং কুমিল্লা ই হক কোচিং সেন্টারের লেকচারার শাহরিয়ার আরমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ই হক কোচিং সেন্টারের পরিচালক আনোয়ার হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “শুধুমাত্র জিপিএ ৫ পাওয়ার প্রতিযোগিতায় আটকে না থেকে পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানসিক বিকাশের উপর গুরুত্ব দিতে হবে। অভিভাবকদের উচিত সন্তানদের মনোবল বাড়াতে উৎসাহিত করা।”
এর আগে বক্তারা বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য কোচিং সেন্টার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে তারা জোর দিয়ে বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং নৈতিক শিক্ষায় ভূমিকা রাখলে কোচিং সেন্টারগুলো আরও কার্যকরী হবে।
পরে, অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অতিথিরা ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মানসিকতা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, আগামী বছরও এ ধরনের আয়োজন আরও ব্যাপক পরিসরে করার পরিকল্পনা রয়েছে।