কুমিল্লায় এপেক্স বাংলাদেশের মাদক বিরোধী সাইকেল র‌্যালী

হৃদয় হাসান।।
প্রকাশ: ৩ মাস আগে

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে কুমিল্লায় এপেক্স বাংলাদেশের মাদক বিরোধী সাইকেল অনুষ্ঠিত হয়। কুমিল্লা টাউন হল মাঠে র‌্যালী উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে. এনামুল হক মিলন।

জানা যায়, মাদক বিরোধী অভিযানকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আন্তজার্তিক স্বেচ্ছাসেবী সংস্থা এপেক্স বাংলাদেশ জাতীয় কর্মসূচি হিসেবে গতকাল কুমিল্লা মাদক বিরোধী সাইকেল র‌্যালীর আয়োজন করে। এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব এপে. হাবিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইভ গর্ভনর এপে. ডা. মজিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের এনইএস এপে. মো. শরীফ, এপেক্স ক্লাব অব কুমিল্লার সাবেক সভাপতি এপে. সাংবাদিক শাহাজাদা এমরান,এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সাবেক সভাপতি এপে. কেফায়েত উল্লাহ, এপেক্স ক্লাব অব সিল্কওয়ের সভাপতি এপে. এড. আহাদসহ বিভিন্ন এপেক্সিয়ানবৃন্দ।

র‌্যালীটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হল মাঠে এসে শেষ হয়। র‌্যালীতে বিপুল সংখ্যক এপেক্সিয়ানসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।