চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুরের মতলব উত্তর মোহনপুরের মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁদপুর মতলব উত্তর উপজেলার কলাকান্দা গ্রামের রিফাত (২৯) ও মুন্সিগঞ্জের রাসেল (৩০)। আহত যুবকের নাম আইয়ুব আলি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন জানান, ঘটনাটি সীমান্তবর্তী মেঘনা নদীতে ঘটেছে। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আহত অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ঘটনাটি চাঁদপুর-মুন্সিগঞ্জ সীমানায় হয়েছে। কানা জহির ও কিবরিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। তারা ডাকাতি ও বালু মহলের সঙ্গে জড়িত।