প্রাণনাশের আশঙ্কায় দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নেয়া ৬২৬ জন এখন কোথায় –  সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

শেখ হাসিনা সরকার পতনের পর প্রাণনাশের আশঙ্কায় দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন। তারা এখন কোথায় আছেন জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ বিষয়ে প্রশ্ন তোলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছিলেন, আন্দোলন ও পরবর্তী সময়ে সেনানিবাসে ৬২৬ জন আশ্রয় নিয়েছেন। তিনি এও বলছিলেন, আরও যদি কেউ নিরাপত্তার জন্য আশ্রয় নিতে চায়, তাহলে তারা আশ্রয় দেবেন। কিন্তু এখন তারা কোথায়? সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তারা তাদের নিরাপদে বের করে দিয়েছেন। না হলে পরে তারা কোথায় গেলো তা জানানো হলো না কেন?’

তিনি বলেন, ‘তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক-এ- ইনসাফ এবং দিল্লির কেরজিওয়ালের দলের নাম আম আদমি পার্টি। তিনটাই কিন্তা বাংলাদেশের সীমানার বাইরে। কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা এই তিনটি দলের আদলে তাদের দল ও ভবিষ্যৎ পরিকল্পনা কর্মসূচি নির্ধারণ করছে। আমার অবাক লাগে, আমাদের যে ছেলেরা এই মাটিতে বেড়ে উঠলো, এই দেশের মাটির ঘ্রাণ তাদের শরীরে লেগে আছে, তাদের কাছে বিদেশি নেতাদের মতবাদ এত জনপ্রিয় হলো কেন? এটা দেখার পর আমার মনে প্রশ্ন জেগেছে এর মূল কারণ কী?’

তিনি আরও বলেন, ‘এ দেশে মাওলানা ভাসানী, শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়ার মতো এত নেতা থাকার পরও তারা বাইরের নেতাদের এত পছন্দ করার কারণ কী? তা জাতির সামনে পরিষ্কার করলে ভালো হয়। না হলে এই প্রজন্ম বিভ্রান্তিতে থাকবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।