কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র (কুবিসাস) বর্ষসেরা রিপোর্টার সম্মাননা পুরস্কার পেয়েছেন ৮ ক্যাম্পাস সাংবাদিক। ২০২৪ সালে ক্যাম্পাস সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই পুরস্কার প্রদান করা হয় ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুবিসাস’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ৮ প্রতিবেদকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কুবিসাস-এর সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্র নিউজের এডিটর-ইন-চিফ তাসনিম খলিল।
৪ টি ক্যাটাগরিতে এই পুরষ্কার দেওয়া হয়। এগুলো হলো- বর্ষসেরা প্রতিবেদক, সেরা প্রতিবেদন, সেরা উদীয়মান প্রতিবেদক ও বেস্ট কন্ট্রিবিউটর। বর্ষসেরা প্রতিবেদনের পুরষ্কার পান কালবেলার কুবি প্রতিনিধি আবু শামা। বেস্ট কন্ট্রিবিউটর অফ দি ইয়ার পুরষ্কার পান দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মানছুর আলম অন্তর। সেরা প্রতিবেদকের জন্য পুরষ্কার পান দেশ রূপান্তরের কুবি প্রতিনিধি নাঈমুর রহমান রিজভী, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি মুরাদুল মুস্তাকিম ও সেরা প্রতিবেদক (ফিচার) পুরষ্কার পান ঢাকা মেইলের প্রতিনিধি চৌধুরী মাছাবিহ। সেরা উদীয়মান প্রতিবেদকের পুরষ্কার পান ডেল্টা টাইমসের কুবি প্রতিনিধি আকাশ আল মামুন, বাণিজ্য প্রতিদিনের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও উদীয়মান প্রতিবেদক (ফিচার) পুরষ্কার পান বাণিজ্য বার্তার প্রতিনিধি মো. মাহমুদুল হাছান রোহান ।