কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্কুল পড়ুয়া বহিরাগত দুই যুগলকে “অপ্রীতিকর” অবস্থায় আটক করেছে প্রক্টরিয়াল বডি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় শহিদ মিনারের পেছন থেকে তাদের আটক করা হয়।
আটকের বিষয়ে প্রক্টর ড. মো. আবদুল হাকিম বলেন, আমরা তাদেরকে অশালীন অবস্থায় আটক করেছি। এবং যাদের আটক করা হয়েছে তারা নাবালক বিধায় আমরা তাদের অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে হস্তান্তর করেছি। এবং ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করবো।