কুবি তরুণ কলাম লেখক ফোরামের দোয়া ও ইফতার সম্পন্ন

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ১ দিন আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ২০৮ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তরুণ কলাম লেখক ফোরামের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদ হােসাইনের সঞ্চালনায় ও মোহাম্মদ রাজীব সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি মুহাম্মদ বদরুদ্দোজা। এছাড়াও ইংরেজি বিভাগের প্রভাষক মো.বুলবুল আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভাপতি মোহাম্মদ রাজীব বলেন, ‘আজকে দোয়া ও ইফতারের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লেখক ফোরাম তারুণদের সংগঠন। আর তরুণরা সমাজের প্রাণ। সমাজ তথা দেশের সকল প্রতিকূল পরিস্থিতিতে তরুণরা সবার আগে সামনে অগ্রসর হয়। আমি চাই লেখালেখির মাধ্যমে দেশের সবকিছু তরুণদের কলমে ফুটে ওঠুক পত্রিকার পাতায়।’

উল্লেখ্য, এ সময় তরুণ কলাম লেখক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।