সনাতনধর্মাবলম্বীদের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে হাজী ইয়াছিন সকল ধর্মের লোকদের নিয়েই স্বপ্নের কুমিল্লা গড়তে চাই

সোহাইবুল ইসলাম সোহাগ।।
প্রকাশ: ২ সপ্তাহ আগে

# ৫ শতাধিক সনাতনধর্মাবলম্বীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন হাজী ইয়াছিন
# গত ১৭ বছর যা হয়নি এই ৮ মাসে ক্ষমতায় না এসেই তা করে দেখালেন হাজী ইয়াছিন- তাপস বকসী
# গত দূর্গাপূজায় কথা রেখেছেন হাজী ইয়াছিন ভাই – অচিন্ত দাস টিটু
# আশা করি ইয়াসিন ভাইয়া সুন্দর একটি মডেল কুমিল্লা উপহার দিবে – ডা. বনশ্রী সাহা
# হাজী ইয়াসিন ভাই আমাদের হিন্দুদের যে সম্মান দিয়েছেন গত ১৭ বছরে আমরা তা পাইনি- শ্রী প্রদীপ সাহা

এক অভূতপূর্ব আনন্দঘন পরিবেশে কুমিল্লা মহানগর ও আদর্শ সদর উপজেলার প্রায় ৫ শতাধিক সনাতনধর্মাবলম্বীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিনুর রশীদ ইয়াছিন। গতকাল রবিবার (৬ এপ্রিল) কুমিল্লা নগরীর ধর্মসাগর পশ্চিম পাড়স্থ হাজী ইয়াছিনের রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সনাতনধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। গেল দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পেরে হাজী ইয়াছিনকে তারা ধন্যবাদ জানান।
জানা যায়, ৫ অগাস্টের পরে সনাতনধর্মাবলম্বীরা পূজা উদযাপন নিয়ে দ্বিধাদ্বন্ধে ছিলো। তখন সনাতনী নেতৃবৃন্দের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন হাজী আমিনুর রশীদ ইয়াছিন। সে সভায় তিনি একটি কমিটমেন্ট করেছিলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে একটি ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে করবেন। সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই এ আয়োজন করেন হাজী ইয়াছিন।
কুমিল্লা পূজা উদযাপন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী তাপস বকসী বলেন, কুমিল্লাতে অভাব ছিল সকল দলের লোক নিয়ে এক সাথে চা খাওয়া। কিন্তু সে অবস্থান গড়ে উঠেনি। সেটি এখন গড়ে তুলেছেন ইয়াসিন ভাই। গত ১৭ বছর যা হয়নি এই ৮ মাসে ক্ষমতায় না এসেই তা করে দেখালেন সাবেক এমপি হাজী ইয়াছিন।
কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের বাবু অচিন্ত দাস টিটু বলেন, সারা বাংলাদেশ যখন পূজা নিয়ে দ্বিধাাদ্বন্ধে ছিলাম তখন কুমিল্লায় হাজী আমিনুর রশীদ ইয়াছিন ভাই বললেন, অতীতের ন্যায় কুমিল্লায় পূজা উদযাপন হবে। পরে ঠিকই আমরা খুব সুন্দরভাবে পূজা করতে পেরেছি। আগামীর পূজা গুলো যাতে সুন্দরভাবে করতে পারি সে সহযোগিতা চাই।
ডা. বনশ্রী সাহা বলেন, ইয়াসিন ভাইয়া সুন্দর একটি মডেল কুমিল্লা উপহার দিবে। শুধু তাই নয় সংখ্যালঘু বলতে কিছুই বুঝতে দিবেনা। আমরা এখন আর সংখ্যালঘু না। তিনি গত ৮ মাসে প্রমান করেছেন আমরা সবাই বাংলাদেশি।
শ্রী প্রদীপ সাহা বলেন, হাজী ইয়াসিন ভাই আমাদের হিন্দুদের যে সম্মান দিয়েছেন গত ১৭ বছরে আমরা তা পাইনি। কুমিল্লা শহরে যারা নেতা ছিলো তাদের কারও ইন্ড্রাস্ট্রী কুমিল্লায় নাই। একমাত্র ইয়াসিন ভাই কুমিল্লাতে ইন্ড্রাস্ট্রিয়াল গড়ে তুলেছে। যাতে অসংখ্য হিন্দু ধর্মের লোক চাকুরী করে। এটা আমাদের জন্য আশার প্রদীপ।
জগন্নাথ মন্দিরের সভাপতি তপু বলেন, আগামীর ভ্রাতৃত্ব বন্ধনের জন্য হাজী আমিনুর রশীদ ইয়াছিন আমাদের পাশে থাকবে সে আশা আমরা করি।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কুমিল্লার মানুষ আগামীতে হাজী আমিনুর রশীদ ইয়াছিন ভাইকে কুমিল্লার নেতৃত্বে দেখতে চায়।ইয়াছিন ভাই যে ওয়াদা করে সে ওয়াদা তিনি রক্ষা করেন। আজ যে মিলন মেলা সৃষ্টি করেছে সেটি তারই দৃষ্টান্ত। হিন্দু ধর্মের ৯ জন মানুষ করোনার সময় আমি নিজে সৎকার করেছি। আমি একজন মুসলমান। আমি তারেক রহমানের নির্দেশে, একজন জাতীয়তাবাদী দলের হয়ে আপনাদের পাশে অতীতে যেভাবে দাঁড়িয়েছিলাম, ভবিষ্যতেও আমরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু বলেন, সকল ধর্মের লোকদের নিয়ে কুমিল্লায় বসবাস করতে চাই। আমরা জাতীয়তাবাদী দল হিন্দু ধর্মের প্রতি যে শ্রদ্ধা বিগত সময় ছিলো তা ভবিষ্যতেও থাকবে।
বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেন, গত পূজার সময় ৬৬ টি পূজামণ্ডপে গিয়েছি। এদেশটা আমাদের সকলের। স্রষ্টা যদি সুযোগ দেন , আগামী দিনে আপনার সন্তানদের একটি সুন্দর কুমিল্লা উপহার দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। হিন্দু ধর্মের লোকদের উপর হামলা, এসব হল ধান্ধাবাজদের কাজ। আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য এ কুমিল্লাকে সুন্দরভাবে গড়ে তোলা। আমরা নিজে ভালো হই এবং অন্যকে ভালো করি। খারাপ লোক শক্তিধর নয়, তার প্রমাণ গত ৫ আগস্ট দেখতে পেয়েছেন। ভাল লোক সবসময় শক্তিশালী। অন্যায়-অপরাধকে দমন করতে কাজ করব। হিন্দু-মুসলিম বলতে কোন ভেদাভেদ পূর্বেও বুঝিনাই এখনোও বুঝিনা। এই দেশে এখন সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি। সকল ধর্মের লোকদের নিয়েই স্বপ্নের কুমিল্লা গড়তে চাই।