ছয় ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার শহর ও শহরতলীর একাধিক এলাকা। শহরের প্রধান প্রধান সড়কে জমেছে হাঁটু পানি।

শুক্রবার বেলা ১১টা থেকে ৫টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এ কারণে পৌর শহরের প্রধান প্রধান সড়ক পানির নিচে তলিয়ে যায়।

কাউতলী এলাকার স্টেডিয়াম মার্কেটের বাইক ম্যাকানিক আকাশ বলেন, সাত বছর ধরে আমি এ দোকানে কাজ করছি। কোনো সময় পানি উঠতে দেখিনি। আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির পানিতে সব তলিয়ে গেছে।

শিশু-কিশোর সংগঠন জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার বলেন, বৃষ্টির মৌসুমে বৃষ্টি হবেই। তবে পানি যেন আটকে না থকে তার ব্যবস্থা নেয়া প্রয়োজন কর্তৃপক্ষের। পুরো শহর আজ পানিতে তলিয়ে গেছে।

জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা হওয়ার কোনো আশঙ্কা নেই। নদীর পানি এখনো বিপদসীমার নিচে। তবে দীর্ঘ সময় বৃষ্টির কারণে রাস্তায় যে পানি জমেছে সেটি জলাবদ্ধতা।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী আব্দুল কুদ্দুস বলেন, ময়লা, আবর্জনা আটকে থাকা ড্রেনের মুখগুলো পরিষ্কারের জন্য লোক রয়েছে। বৃষ্টি শেষ হওয়ার ঘণ্টাখানেক পর পানি সরে যাবে।