নাঙ্গলকোটে মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক

নাঙ্গলকোট প্রতিনিধি :
প্রকাশ: ২ years ago

কুমিল্লার নাঙ্গলকোটের দক্ষিণ শ্রীহাস্য গ্রাম থেকে জুম্মার নামাজের সময় চুরি হওয়া মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে রবিবার দুপুরে স্থানীয়রা আটক করে নাঙ্গলকোটে থানা পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন নোয়াখালী জেলার চাটখিলের রামদেবপুর শেখ বাড়ির আনোয়ার হোসেনের ছেলে সাইফুল ইসলাম সুজন, একই জেলার কবিরহাটের চন্দ্রসুদ্দির গ্রামের কালামিয়া বাড়ির আবু নাছেরের ছেলে ইয়াছিন পারভেজ ও সোনাইমুড়ির লোকমানের ছেলে শাহাদাৎ হোসেন জুয়েল। আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর জুম্মার নামাজ চলাকালে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য স্কুল বাড়ি জামে মসজিদের পাশ থেকে একই গ্রামের আব্দুল করিমের ছেলে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ব্যবহৃত টিভিএস ফোর ভি নামে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চক্রটি। সিসি টিভি ক্যামেরা ফুটেজ দেখে ৪ চোরের বিরুদ্ধে জাহাঙ্গীর আলম বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপর থেকে পুলিশ ও স্থানীয়রা ওই চোরদের ধরতে তাদেরকে নজরদারিতে রাখে। রবিবার দুপুরে ওই মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য নাঙ্গলকোট পৌর এলাকায় আসে। এসময় স্থানীয় ছাত্রলীগ নেতা ওবায়েদুল হক’সহ কয়েক জন তাদেরকে দেখতে পেয়ে ধাওয়া করে উপজেলা কার্যালয় সংলগ্ন খলিফা বাড়ি এলাকা থেকে তাদের আটক করে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত চোরদের কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।