ইফতারে অংশ নিয়ে মরগান বললেন, ‘রামাদান কারিম’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

রমজান মাসে মুসলিম ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বৃহস্পতিবার সেই ইফতার পার্টিতে মুসলিম ক্রিকেটারদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীর ক্রিকেটাররাও যোগ দেন। তাদের মধ্যে অন্যতম ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগান।

আর ইফতারের স্বাদ নিয়ে পরম তৃপ্ত ইংলিশ অধিনায়ক।

এ নিয়ে টুইটারে এক পোস্টও দিয়েছেন তিনি।

মরগান লিখেছেন, ‘লর্ডসে এই প্রথম ইফতারের আয়োজন করায় বৃহস্পতিবারের সন্ধ্যা সত্যিই উপভোগ্য হয়ে ওঠে। রামাদান কারিম।’

 

ইফতারের আয়োজনে উপস্থিত ছিলেন ক্রিকইনফোর সাবেক প্রতিবেদক ও বর্তমানে ‘দ্য ক্রিকেটার’–এর জেষ্ঠ প্রতিবেদক জর্জ ডোবেলও।

মরগানের মতো তিনিও পরিতৃপ্ত।  কাউন্টি ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে তোলা একটি ছবি টুইট করে ক্যাপশনে ডোবেল লেখেন, ‘লর্ডসের লং রুমে ইফতারের নিমন্ত্রণ পেয়ে নিজেকে খুব সম্মানিত লাগছে। আমার সঙ্গে আছেন আজিম রফিক, তাকে ছাড়া এই আয়োজন সম্ভব হতো না বলেই মনে হয়।’ Imageআজিম রফিক নিজেও ওই একই ছবি পোস্ট করে টুইট করেন, ‘লর্ডসে ইসিবির প্রথম ইফতার আয়োজনের অংশ হতে পেরে নিজেকে খুব সম্মানিত লাগছে। পরিশ্রম করে এই আয়োজনের জন্য তামেনা হুসেইন এবং তার দলকে ধন্যবাদ।’

ব্রিটিশ–পাকিস্তানি বংশোদ্ভুত কমেডিয়ান, অভিনেতা ও লেখক আতিফ নওয়াজ এই ইফতার অনুষ্ঠানে উপস্থাপনা করেন। নিজের একটি ছবি পোস্ট করে তাঁর টুইট, ‘লর্ডসের লং রুমে ইসিবির প্রথম ইফতার অনুষ্ঠানে এই লোকটা উপস্থাপনা করবে। কী দারুণ সম্মান!’