গতকাল শনিবার বিকালে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ই হক কোচিং এস এস সি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। নগরীর প্রফেসর পাড়ায় আয়োজিত ই হক কোচিংয়ের ক্যাম্পাসে এ দিন অতিথি,শিক্ষার্থী,অভিভাবক ও শিক্ষকদের মিলনমেলা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গোল্ড সিলভার হোমস লি. এর চেয়ারম্যান রোটারিয়ান অধ্যাপক আলহাজ্ব মো. ফারুক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, অধ্যক্ষ আআক্তারুজ্জামান বাবু,এবি স্কুল,কুমিল্লা, মো: আজাদ সিনিয়র প্রিন্সিপাল অফিসার সোনালি ব্যাংক,প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ;মো: আবদুল আজিজ প্রমুখ। সভাপতিত্ব করেন ই হক কোচিংয়ের পরিচালক আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন : ই হক কোচিং এর শিক্ষক শাহরিয়ার আরমান, আরিফুর রহমান, মো: আহসানুল আলম শুভ, মো: সোলেমান, মো: সোহাগ,মো: সোহরাব হোসেন শাকিল,মো:
শামীম,ইশরাত জাহান,ব্যবস্থাপক , কাজী খালেক, মো: আরাফাত হোসেন রুবেল,শামীমা ইসলাম নিশাত,রাবেয়া বসরী আসমা।
শিক্ষার্থীদের মধ্যে সেরা ২২ জনকে পুরুষ্কার প্রদান করা হয়।এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যকেই পেয়েছেন বিশেষ পুরুষ্কার।