কুমিল্লায় বিজিবির অভিযানে ৫৮ লাখ ৮০ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি জব্দ

জাহিদ হাসান নাইম।
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮ ৮ টার দিকে কুমিল্লা জেলার সীমান্তসংলগ্ন বদরপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানানো হয়, কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বদরপুরে একটি গোপন অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ২ লাখ ৯৪ হাজার পিস ভারতীয় বাজি উদ্ধার করা হয়। জব্দকৃত বাজির আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৮ লক্ষ ৮০ হাজার টাকা।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, আন্তঃসীমান্ত অপরাধ ও চোরাচালান রোধে তারা নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে।