​কুমিল্লায় ৪৬ হাজার পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ ১ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে

কুমিল্লায়  ৪৬ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ একজনকে গ্রেফতার করেছে র ্যাব।

র ্যাব জানায়, মঙ্গলবার সকালে  গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার আমতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে আসামী মোঃ সবুজ (৩০) নামে  একজনকে  গ্রেফতার করা হয়। তার বাড়ি কুমিল্লা সদর উপজেলার রাংগুরু গ্রামে, সবুজ ওই গ্রামের মোঃ জাহাঙ্গীর এর ছেলে।

অভিযানের গ্রেফতারকৃত সবুজের প্রাইভেটকার তল্লাশী করে  ৪৬ হাজার ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও  ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

পরে আইননানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃ সবুজকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।