কুমিল্লার মুরাদনগরে ছাত্র হত্যাসহ বহু মামলার আসামি মোহাম্মদ আলীর গ্রেফতার

এন এ মুরাদ, মুরাদনগর।।
প্রকাশ: ১ সপ্তাহ আগে

কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকার আলোচিত সন্ত্রাসী মোহাম্মদ আলীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাসী নাশকতা, ভূমি দখল, চেক জালিয়াতিসহ বহু মামলার আসামি ওই সন্ত্রাসী। শনিবার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।

তিনি জানান, দীর্ঘদিন যাবত প্রযুক্তির ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার রাতে চট্টগ্রামের পাহাড়তলীর ঝর্না পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে ঢাকার একটি ছাত্র হত্যা মামলায় সিএমএম আদালতে উপস্থাপন করা হয়। পল্টন থানার ওই মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরো জানান, সন্ত্রাসী মোহাম্মদ আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আরও কোন কোন ঘটনায় জড়িত রয়েছে সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মামলা রয়েছে। আমাদের থানার মামলাগুলো আদালতে ফরওয়ার্ডিং করা হবে।

স্থানীয়রা জানায়, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকাবপুর গ্রামের বাসিন্দা সন্ত্রাসী মোহাম্মদ আলী। এলাকায় আওয়ামী লীগের ১৫ বছর তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন। বহু মানুষের জমি দখল, অর্থ আত্মসাত,মামলা বাজী, মারধরসহ এলাকায় দস্যুতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ঢাকার পল্টন, চট্টগ্রামের পাহাড়তলী এবং বাঙ্গরা বাজার থানায় মোট ৮-৯টি মামলা রয়েছে।