কুমিল্লায় পৃথক স্থানে দেড় হাজার ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

ডিবি পুলিশের বিশেষ অভিযান
জাহিদ হাসান নাইম
প্রকাশ: ১০ মাস আগে

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা ও আলেখারচর এলাকা হতে ১৫০০ পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, দাউদকান্দি উপজেলার ভুলিরপাড় গ্রামের মৃত হুমায়ুন কবিরের ছেলে জহিরুল ইসলাম (২৭), নওগাঁ জেলার পোরশা থানার গণপতিপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে মোঃ আব্দুর রহিম (২০), একই জেলার মহাদেবপুর থানার মোঃ হাশেম আলীর ছেলে মো: মাহফুজ।

গতকাল সোমবার (০৯ অক্টোবর) জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, রবিবার (০৮ অক্টোবর) দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় এলাকার জাকির টাওয়ার এর ৪র্থ তলার ফ্ল্যাটে ডিবি পুলিশের অভিযানে আসামী জহিরের শয়ন কক্ষে থাকা ওয়ারড্রপের উপরের ড্রয়ার হতে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এই ঘটনায় দাউদকান্দি থানায় মামলা দায়ের করা হয়।

এদিকে, সোমবার (৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে  আলেখারচর একালায় ঢাকা মেট্রো-ট-১৬-৩১২৮ রেজিঃ নম্বরের একটি  ট্রাককে তল্লাশী করে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। এই ঘটনায় কোতয়ালী মডেল থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।