কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাশের হার ও জিপিএ ৫ দুটোই বেড়েছে : পাশের হার৭৯.২৩, জিপিএ পাঁচ – ১২,১০০

এস এস সি পরীক্ষার ফলাফল :
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

# পাশের হার ৭৯.২৩, জিপিএ ৫ – ১২,১০০ # বিজ্ঞান বিভাগ সেরা #ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে # জিপিএ৫ সবচেয়ে কম মানবিকের ছেলেরা # গণিত ও ইংরেজিতে ফেল বেশি # রাজত্ব হারাল কুমিল্লা ,সেরা চাঁদপুর জেলা # শত ভাগ পাশ করেছে ৯৮টি প্রতিষ্ঠান ,সেরা কুমিল্লা # জিপিএ ৫ প্রাপ্তিতে সেরা কুমিল্লা :

জসিম চৌধুরী ।।

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো.আসাদুজ্জামান

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লায় এবারের এস এস সি পরীক্ষায় পাশের হার শতকরা ৭৯.২৩ ভাগ। যা গত বছরের তুলনায় দশমিক ৪১ ভাগ বেশি । গেল বছরের ন্যায় এবারো কুমিল্লা শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবারে এ বোর্ডে মেয়েদের পাশের হার ৭৯.৬৪ আর দশমিক ৯৮ ভাগ পিছিয়ে থেকে ছেলেদের পাশের হার হলো ৭৮.৬৬ ভাগ। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন। যা গত বছরের তুলনায় ৪৭৭ জন বেশি। রোববার(১২মে) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র জানায় , এবার কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৬ জেলা থেকে ১,৭৮০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ১ লাখ ৭৯ হাজার ৩২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৪২ হাজার ৮১জন। পাশের হার ৭৯.২৩ ভাগ। এ বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ১০০জন।

উল্লাসিত প্রধান শিক্ষকসহ কুমিল্লা জিলা স্কুলের শিক্ষার্থীরা

বিজ্ঞানই সেরা :
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এস এস সি পরীক্ষায় তিন বিভাগের মধ্যে বরাবরে মতো এবারো সর্বোচ্চ ভালো ফলাফল করেছে বিজ্ঞান বিভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে ব্যবসায় শিক্ষা ও তৃতীয় স্থানে রয়েছে মানবিক বিভাগ।
বিভাগওয়ারি ফলাফল হলো, এবার এ বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ৬০ হাজার ৫৪৮ জন। পাশ করেছে ৫৭ হাজার ৫১৯ জন। পাশে র হার শতকরা ৯৫ ভাগ। এ বিভাগ থেকে এবার জিপিএ পেয়েছে ১১ হাজার ৫৩৮জন। বিজ্ঞান বিভাগে ছাত্র পরীক্ষা দিয়েছে ২৭ হাজার ৬৭৫ জন, পাশ করেছে ৩১ হাজার ৩০০ জন। পাশের হার ৯৪.৭৪ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ১৮৩জন। ছাত্রীরা পরীক্ষা দিয়েছে ৩৩ হাজার ১১ জন, পাশ করেছে ২৬ হাজার ২১জন। পাশের হার ৯৫.২১ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৩৫৫ জন।
মানবিক বিভাবে ছাত্র পরীক্ষা দিয়েছে ১৩ হাজার ৬২০ জন, পাশ করেছে ৮ হাজার ৩১৪ জন। পাশের হার ৬১.০৪ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। ছাত্রী পরীক্ষা দিয়েছে ৪৬ হাজার ৯১ জন, পাশ করেছে ৩১ হাজার ৬৫৮জন। পাশের হার ৬৮.৬৯ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ২০১ জন।
ব্যবসা শিক্ষা বিভাগে ছাত্র পরীক্ষা দিয়েছে ৩৩ হাজার ৪৩৫ জন, পাশ করেছে ২৪ হাজার ২৪৯জন। পাশের হার ৭২.৫৩ ভাগ। জিপিএ ৭৪ জন । ছাত্রী পরীক্ষা দিয়েছে ২৫ হাজার ৬৩১ জন, পাশ করেছে ২০ হাজার ৩৪১ জন। পাশের হার ৭৯.৩৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ২৮০ জন।

ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে :
কুমিল্লা বোর্ডে এবারো ছেলেদের চেয়ে মেয়েরা পাশ এবং জিপিএ ৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে। চলতি বছরের এস এস সি পরীক্ষায় কুমিল্লা বোর্ড থেকে মোট ছেলে পরীক্ষা দিয়েছে ৭৪ হাজার ৭৩০ জন। পাশ করেছে ৫৮ হাজার ৭২ জন। পাশের শতকরা হার ৭৮.৬৬, এবং জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ২৬৪ জন। আর মেয়ে পরীক্ষা দিয়েছে ১ লাখ ৪ হাজার ৫৯৫ জন। পাশ করেছে ৮৩ হাজার ২৯৯ জন। পাশের শতকরা হার ৭৯.৬৪, এবং জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৮৩৬ জন।
জিপিএ ৫ সবচেয়ে কম পেয়েছে মানবিক বিভাগের ছাত্ররা :
জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে সবচেয়ে কম পেয়েছে মানবিক বিভাগ। আর মানবিক বিভাগের ছেলেরা আরো কম পেয়েছে মেয়েদের তুলনায়। এ বোর্ডে এবার মোট জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ১০০ জন। এর মধ্যে মানবিক বিভাগ পেয়েছে ২০৮ জন। এ বিভাগের ২০৮টি জিপিএ ৫ এর মধ্যে ছেলেরা পেয়েছে মাত্র ৭টি।

গণিত ও ইংরেজিতে ফেল বেশি :
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার সবচেয়ে বেশি খারাপ ফলাফল করেছে গণিতে। এরপর ইংরেজি বিষয়ে। এবার প্রাপ্ত ফলাফলে দেখা যায় গণিতে ফেল করেছে ১২.০৪ ভাগ আর ইংরেজিতে ফেল করেছে ৫.৪৫ ভাগ। কেন এত বেশি সংখ্যক ছেলে মেয়ে গণিত ও ইংরেজিতে ফেল করেছে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীদের মধ্যে গণিত ও ইংরেজি বিষয়ে ভীতি রয়েছে এবং শিক্ষকদের মধ্যেও প্রশিক্ষণের অভাব রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ভীতি কাটিয়ে এবং শিক্ষকদের যথাযথ প্রশিক্ষনের আওতায় আনার জন্য এবার আমরা কাজ করব ইনশাআল্লাহ।

উল্লাসিত প্রধান শিক্ষকসহ কুমিল্লা মডার্ণ   স্কুলের শিক্ষার্থীরা

রাজত্ব হারাল কুমিল্লা ,সেরা চাঁদপুর জেলা :
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬ জেলার মধ্যে বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রথম স্থান পেয়ে থাকে কুমিল্লা জেলা। কিন্তু এবার ফলাফলের রাজত্ব হারালো জেলা কুমিল্লা। কুমিল্লাকে হারিয়ে এবার প্রথম স্থান অধিকার করেছে চাঁদপুর জেলা। তাদের পাশের হার ৮৩.৩২ ভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা জেলা । তাদের পাশের হার ৮২.৪১ ভাগ। যথাক্রমে তৃতীয় হলো,ব্রাহ্মনবাড়িয়া জেলা ,পাশের হার ৮০.৬৫,চতুর্থ লক্ষ্মীপুর জেলা ,পাশের হার ৭৯.২৫ ,পঞ্চম হলো ফেনী,পাশের হার ৭৭.৬৫ এবং ষষ্ট হলো নোয়াখাালি জেলা, পাশের হার হলো ৬৯.২১ ভাগ।

জিপিএ ৫ প্রাপ্তিতে সেরা কুমিল্লা :
কুমিল্লা শিক্ষা বোর্ডে অধীন ৬ জেলার মধ্যে জিপিএ ৫ প্রাপ্তিতে সেরা হয়েছে কুমিল্লা জেলা। বোর্ডের মোট জিপিএ ৫ এর মধ্যে অর্ধেক পেয়েছে কুমিল্লা জেলা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন চাঁদপুর জেলা। বোর্ডের ৬ জেলার মধ্যে জিপিএ ৫ কুমিল্লা পেয়েছে ৫ হাজার ৩৪৬,চাঁপুর পেয়েছে ২ হাজার ২৬.ব্রাহ্মনবাড়িয়া পেয়েছে ১ হাজার ৭১৫, ফেনী পেয়েছে ১ হাজার ১৫০, নোয়াখালী পেয়েছে ১ হাজার ৬৩ এবং লক্ষ্মীপুর পেয়েছে ৮শ জিপিএ ৫।

শত ভাগ পাশ করেছে ৯৮টি প্রতিষ্ঠান :

এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬ জেলার ১ হাজার ৭৮০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে শতভাগ পাশ করেছে ৯৮টি প্রতিষ্ঠান। বোর্ডের ৬ জেলার মধ্যে শত ভাগ পাশ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কুমিল্লা জেলা। কুমিল্লা জেলায় এবার শত ভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান হলো, ৪৪টি। নোয়াখালী জেলায় ১০টি, ফেনী জেলায় ৪টি,লক্ষ্মীপুর জেলায় ৬টি, চাঁদপুর জেলায় ২৪টি এবং ব্রাহ্মনবাড়িয়া জেলায় শতভাগ পাশ করেছে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে কোন শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান নেই।