আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বহিরাগতদের তৎপরতা রোধে রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা নিজাম উদ্দিন কায়সার।
সোমবার (১৩ জুন) দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে স্মারকলিপিটি তিনি জমা দেন। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্মারকলিপিতে নিজাম উদ্দিন কায়সার উল্লেখ করেন, শেষ মুহূর্তে নির্বাচনী এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। অলিগলিতে মহড়া দিচ্ছে ক্যাডাররা। এছাড়া বিভিন্ন হত্যা মামলার আসামিরাও প্রকাশ্যে আসছে। এতে করে ভোটারদের মাঝে ভয় ও শঙ্কা বাড়ছে।
বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েন তিনি।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।
এবার মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ১০৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।