নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসরাত জাহান সাইমুন নামে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে ঐ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ঘর পোড়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
ইসরাত জাহান সাইমুন ঐ এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ। বিস্তারিত পরে জানানো হবে।