চান্দিনায় খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

চান্দিনা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর বাস্তবায়নে দুইটি ব্যাচে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। এতে চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দুই ব্যাচে কৃষাণ-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্কুল, মাদ্রাসা শিক্ষক, ইমাম, পুরোহিত, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, এনজিও কর্মী, সাংবাদিকসহ মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৯ জুন) চান্দিনা ডিএই এর সহযোগিতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে ওই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়।

এতে প্রশিক্ষণ প্রদান করেন- কুমিল্লার উপ-পরিচালক, ডিএই, মো. মিজানুর রহমান, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট চান্দিনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কৃষি মন্ত্রণালয়ের উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জহির উল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুল হক রোমেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আরিফুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু কাউছার, বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বানিন রায়, বারটান আঞ্চলিক কার্যালয় সুবর্নচর নোয়াখালী এর সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লুৎফুর রহমান।