কুমিল্লায় আমি একটি ক্যান্সার হাসপাতাল বানাবো। কারন এই ক্যান্সারে মানুষের কত কষ্ট হয় তা কিন্তু আমি জানি। তাই যারা চিকিৎসক আছেন আপনারা রোগীর সেবা করে যাবেন। আপনার সেবাতেই রোগীরা খুশি হবে। বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজের এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চিকিৎসকরা ভালো কাজ করতে চায়। তাই চিকিৎসকদের জন্য ভালো পরিবেশ তৈরী করে দেব। তারা যদি ভালো পরিবেশ না পায় তাহলে চিকিৎসা সেবা কিভাবে দেবে। তারা চিকিৎসার কাজ করছে আর মাথার উপরে ছাদ ভেঙে পড়ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।আর চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে আমি সংসদে কয়েকটি দাবি উপস্থাপন করব এবং তা পাশ করবই করব।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা-০৬ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দীন বাহার, কুমিল্লা সিটি করপোরেশন মেয়র ডা. তাহসিন বাহার সূচনা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমান,
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান এনডিসি, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইজাজুল হক, বিএমএ কুমিল্লার সভাপতি ডা.আব্দুল বাকী আনিস প্রমুখ।