বাসের ধাক্কায় আহত কুবি শিক্ষার্থী

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ৬ মাস আগে

কুমিল্লায় বাসের ধাক্কায় ইরফানুল্লাহ নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরঝুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ইরফানুল্লাহ পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসকরা। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইরফানুল্লাহ জাগুরঝুলি বিশ^রোডে রাস্তার পাশ ধরে হাঁটছিলেন। তখন ‘ঢাকা মেট্রো-ব ১৫-১৬৪৮’ নম্বরধারী ঢাকাগামী তিশা এক্সক্লুসিভ নামে একটি বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়।
ইরফানের বন্ধু জিল্লুর রহমান জানান, ইরফান টিউশন করতে ওই এলাকায় গিয়েছিলেন। রাস্তার পাশ ধরে হাঁটার সময় তিশা বাস তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ইরফানের হাত ভেঙে গেছে। মাথায়ও গুরুতর আঘাত পেয়েছে। শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বেরিয়ে পড়ছিল।
হাইওয়ে কুমিল্লা রিজিয়নের ময়নামতি ক্রসিং থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আমরা বাসটি আটক করে থানায় নিয়ে এসেছি। ইরফানের অভিভাবক আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি বিষয়টা জানতাম না। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবো।