চৌদ্দগ্রামে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রাম প্রতিনিধি ।।
প্রকাশ: ২ years ago

কুমিল্লার চৌদ্দগ্রামে জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন ও প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন নবাগত কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী আক্তার, কাশিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ আবদুল জলিল রিপন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা প্রমোদ চক্রবর্তী, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা একেএম শামসুদ্দিন মোঃ আবুল কাশেম, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতা কামরুজ্জামান, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলু, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম প্রমুখ। চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুপম সেন গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ ও প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।