ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীর ধাক্কায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তাজুল ইসলাম নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছেশ। ঘটনার পর পুলিশ নিহতের স্ত্রী সামসিয়া আক্তার তোহাকে গ্রেফতার করেছে।
শুক্রবার মধ্য রাতে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাঁটিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তাজুল ইসলাম দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে ছিলেন। দুই মাস আগে তিনি দেশে আসেন। শুক্রবার রাতে ঘরের জানালা বন্ধ করা নিয়ে স্ত্রী তোহার সঙ্গে তার বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে তাজুল প্রথমে তোহাকে থাপ্পড় মারেন। এ নিয়ে আবার বাগবিতণ্ডা হলে স্ত্রীকে মারেন তিনি। পরে স্ত্রী ধাক্কা দিলে টেবিলের ওপর পড়ে তাজুল মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান।
এরপর তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তোহাকে গ্রেফতার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার নিহতের বাবা বাদী হয়ে দুইজনকে আসামি করে মামলা করেছেন। নিহতের স্ত্রীকে গ্রেফতার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।