কুমিল্লায় বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন শনিবার ৩০ পদে ৭১ জন প্রার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৫ জুন শনিবার। ৩০ পদে লড়াই করছেন ৭১জন প্রার্থী। পাঁচ হাজার ১১২ জন ভোটার। রঙিন পোস্টারে ছেয়ে গেছে টার্মিনাল। বাসের গায়েও রয়েছে পোস্টার ও স্টিকার। নগরীর বিভিন্ন স্থানেও পোস্টার লাগানো হয়েছে। ভোট গ্রহণ হবে জাঙ্গালিয়া বাস টার্মিনালে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে। শুক্রবার জাঙ্গালিয়া টার্মিনালে গিয়ে দেখা,চলছে ডজন খানেক মাইকের প্রচারণা। কোথাও চলছে প্রার্থীর পক্ষে জারি গানের আসর।
নির্বাচন কমিশনের তথ্যমতে, আগামী তিন বছরের জন্য নিবন্ধন নং চট্টগ্রাম-২০২৬সংগঠনের সদস্যরা ভোট দিবেন। সভাপতি পদে লড়াই করছেন দোয়াত কলম প্রতীকে মোহাম্মদ আলী, চেয়ার প্রতীকে মো. আজাদ মিয়া, ছাতা প্রতীকে জামাল উদ্দিন। সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন গোলাপ ফুল প্রতীকে কাজী মোতাহার হোসেন, আনারস প্রতীকে মো. কামাল হোসেন খন্দকার। কার্যকরী সভাপতি পদে নির্বাচন করছেন মো. মাসুদুর রহমান লিটন, আজাদ হোসেন। সহ-সভাপতি পদে তিনটি পদের জন্য লড়াই করছেন মো. আবাদ, মো. রফিকুল ইসলাম, মো. একরাম হোসেন, মো. ইউনুছ মিয়া, মো. ফিরোজ মিয়া, নাজমুল ইসলাম শামীম, মো. আবদুল মজিদ, মো. মনির হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন আবদুল বারেক ও মো. আমিনুল ইসলাম। সহ সাধারণ সম্পাদক পদে তিনটি পদের জন্য লড়াই করছেন মো. সহিদ মিয়া, মো. বাহার উদ্দিন, আবদুল জলিল, মো. হানিফ মিয়া, মো. আনোয়ার হোসেন, মো. আবদুল কাদের। সাংগঠনিক সম্পাদক পদে লড়াই করছেন আল-আমিন, মো. মিন্টু মিয়া, মো. বাবুল মিয়া। সহ-সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন মো. শরীফ হোসেন সরকার। দপ্তর সম্পাদক পদে লড়াই করছেন মো. কামাল, শহিদুল ইসলাম, ফারুক আহাম্মদ, আসলাম মিয়া। সহ-দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান ও মো. ফারুক আহাম্মদ সুমন। প্রচার সম্পাদক পদে খোরশেদ আলম, আবদুল হক, মো. বিপ্লব। সহ-প্রচার সম্পাদক পদে মো. নাছির উদ্দিন ও বাচ্চু মিয়া। আইন বিষয়ক সম্পাদক পদে মো. কামাল হোসেন ও ফেরদৌস আহাম্মদ। কোষাধ্যক্ষ পদে কাজী মুনছুর খাঁন, মো. মজিবুর রহমান, মো. জসিম উদ্দিন। সহ-কোষাধ্যক্ষ মো. নাজমুল আশরেক, মো. রাশেদুল ইসলাম। লাইন সম্পাদকের দুটি পদে আবুল কালাম, মো. জাকির হোসেন, মো. মফিজ মিয়া। সমাজ কল্যাণ সম্পাদক পদে আক্তারুজ্জামান ও মো. জুয়েল। এছাড়াও আটটি সদস্য পদের জন্য লড়াই করছেন ২২ জন।
ইউনিয়নের সদস্য ট্রাক চালক ও ট্রাক মালিক মো. ফজল হক বলেন, আমরা চাই যারা শ্রমিকের কল্যাণে কাজ করবে তারা নির্বাচিত হোক।
সভাপতি পদে প্রার্থী দোয়াত কলম প্রতীকের মোহাম্মদ আলী বলেন, ২৫ তারিখ আমাদের ঈদের দিন। বিভিন্ন স্থানে থাকা ভোটাররা এদিন একত্রিত হবে।
কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনের কমিশনার আমানত হোসেন বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। ২৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।