দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, চালক নিহত

রুবেল মজুমদার ।।
প্রকাশ: ৭ মাস আগে

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাসচালক মো. শামসু (৪৫)। আহত যাত্রীদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর মো. সেলিম রেজা জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে পাঠায়। লাশ থানায় আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই চালকের নাম ছাড়া তেমন কিছুই জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।